যশোর প্রতিনিধি: যশোরে অজ্ঞান পার্টির কবলে পড়েছে নান্নু (৩২) নামে এক ইঞ্জিন মিস্ত্রি। আংশকাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয়।
নান্নু মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড় বিল্লাই দক্ষিণপাড়ার তানভির হোসেনের ছেলে।
নান্নু বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে হানিফ পরিবহনের একটি বাসে চড়ে যশোরে আসছিলেন গাড়ির কিছু যন্ত্রপাতি কিনতে। বাসটি পথে থামলে তিনি একটি ডিম কিনে খান। কিছুক্ষণ পর মাথাব্যথা শুরু হয়। এরপর অজ্ঞান হয়ে যান তিনি।
সকাল সাড়ে নয়টার দিকে জ্ঞান ফিরে এলে দেখেন, তিনি যশোর শহরের মণিহার চত্বরে হানিফ পরিবহনের কাউন্টারে। পকেটে হাত দিয়ে দেখেন, দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা নেই। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মকরত ডা. আহম্মেদ তারেক শামস বলেন, নান্নুকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করা হয়েছে। কথা বলতে পারছেন, তবে তিনি শঙ্কামুক্ত নন।
যশোর কোতয়ালী থানার এসআই শাহাজুল ইসলাম বলেন, ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
যশোরে অজ্ঞান পার্টির কবলে মিস্ত্রি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/