এপ্রিল ১২, ২০১৯
মুক্তমত: নবজাগরণে পহেলা বৈশাখ নববর্ষ সুভাষ চৌধুরী
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। বাঙালির নবজাগরণের দিন। সেই ছেলে বেলায় ক্লাসরুমে শিক্ষকের মুখে শুনেছি ‘পুরাতন সব কিছু ঝেড়ে ফেলে, যতো সব বদ আর গোলমেলে, এসো মোরা করি বন্দনা চিত্তে, সারা বছর চলি যেনো হাসি আর নৃত্যে’। পহেলা বৈশাখে কলমবন্ধুদের কাছে পোস্টকার্ডে লাল নীল সবুজ কালিতে সুন্দর হস্তাক্ষরে একই কথা লিখে পোস্ট করেছি। কলমবন্ধুদের কাছ থেকেও পেয়েছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। পহেলা বৈশাখ আসতেই শিক্ষকদের সেই মুখের বাণী আজও বারবার মনে আসে। নিজের মতো করে বলার চেষ্টা করি, গাওয়ার চেষ্টা করি। আজ প্রযুক্তির কল্যাণে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন মোবাইল ফোন আর ফেইসবুকে বন্দী হয়ে পড়েছে। মুহূর্তেই ছড়িয়ে যাচ্ছে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। 9,015,773 total views, 302 views today |
|
|
|