নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের মদনপুর সম্মিলনী ডিগ্রী কলেজে পিঠা উৎসব ও এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকালে পিঠাপুলি উৎসব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপিকে ফুলের নৌকা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মো. শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র কাজী মাহামুদুল হাসান, মণিরামপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমা খানম, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু।
এছাড়া উপস্থিত ছিলেন, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান, চেয়ারম্যান সামছুল হক মন্টু, আবুল হোসেন, মাস্টার জহুরুল ইসলাম, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফসহ স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ, এলাকার সুধী সমাজ, মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে প্রধান অতিথি কলেজে নব নির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন। এছাড়া কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন খেলাধুলা ও পিঠাপুলি উৎসবে অংশ নেন।
মদনপুর সম্মিলনী ডিগ্রী কলেজে পিঠা উৎসব ও এলজিআরডি প্রতিমন্ত্রীকে সংবর্ধনা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/