মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের সেচ পাম্পের মালিকানা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ছোটভাইকে পিটিয়ে হত্যা করেছে বড়ভাই। এ ঘটনায় নিহতের অপর এক ভাই আহত হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বোন জামাইকে আটক করেছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের তারুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যাদব সেন (৫৬) ওই গ্রামের মৃত সুরেন সেনের ছেলে। আহতের নাম মাদব সেন।
আহত মাদব সেন বলেন, বাবার রেখে যাওয়া একটি সেচ পাম্প তারা চার ভাই দীর্ঘদিন ধরে ভোগ-দখল করে আসছেন। বড় ভাই এলাকার বাইরে থাকায় তিন ভাইয়ের মধ্যে সেচ পাম্পের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর সমাধান পেতে ইতোপূর্বে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ করা হয়। ইউনিয়ন পরিষদ তিন ভাইকে পালাক্রমে এক বছর করে সেচ পাম্পটি চালানোর নির্দেশ দেন। পর্যায়ক্রমে পাম্পটি মদন সেনের দখলে যায়। সময় চলে গেলেও তিনি সেচ পাম্পটি ছাড়তে রাজি হননি। চলতি বোরো মৌসুম শেষ হওয়ায় তিনি ছোট ভাই যাদবকে নিয়ে তাদের ডুমুর বিল থেকে পাম্পটি আনতে যান। সেচ পাম্প নিয়ে আসার পথে মদন সেন ও দুই ভাগনে সুবাস দাস ও কানাই দাস মিলে আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে যাদব সেনের মৃত্যু হয়।
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম এনামুল হক বলেন, নিহতের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সুবাস দাস ও কানাই দাসের বাবা গোপাল চন্দ্র দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মণিরামপুরে ভাইয়ের হাতে ভাই খুন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/