মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের শেখপাড়া রোহিতা গ্রামে আজমীর খান (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে দুই শিশুর সঙ্গে আজমীর নানা বাড়ির পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
শিশুটি যশোর সদরের চাঁচড়া দারোগাবাড়ি এলাকার আলমগীর শেখের ছেলে। সে চাঁচড়া-ভাঁতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে মামা আব্দুল করিম শেখের বিয়ে উপলক্ষ্যে মা ময়না বেগমের সঙ্গে মণিরামপুর উপজেলার শেখপাড়া রোহিতা গ্রামে নানা ইসমাইল হোসেনের বাড়ি বেড়াতে যায় শিশুটি।
নিহত শিশুর স্বজনরা জানান, শনিবার দুপুরে দুই শিশুর সঙ্গে আজমীর নানা বাড়ির পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা বাড়ি ফিরলেও সে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে নেমে মুমূর্ষু অবস্থায় আজমীরকে উদ্ধার করা হয়। পরে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজমীরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মণিরামপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/