মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টারের উপ-পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম (উপ-সচিব)। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুসাইন শওকত। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ। উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ ৮০ জন বিভিন্ন শ্রেণি-পেশার প্রশিক্ষণার্থী অংশ নেন।
মণিরামপুরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/