মণিরামপুর (যশোর): মণিরামপুরে সীমা মন্ডল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৮ এপ্রিল) সকালে স্বজনরা শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সীমা মন্ডল উপজেলার বাসুদেবপুর গ্রামের অসীম মন্ডলের মেয়ে। সে এবার উপজেলার পলাশী আদর্শ কলেজ থেকে মানবিক শাখায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলো। নিহতের কাকা মুরারী মোহন চক্রবর্তী জানান, ঝিনাইদহের শৈলকূপার জনৈক সুজন দাসের সাথে মাস দুয়েক আগে তার বিয়ে হয়। গত বছর সে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিলো। চলতি বছরে পরীক্ষার জন্য তার প্রস্তুতি তেমন ভাল ছিলো না। পরীক্ষায় এবারও অকৃতকার্য হবার আশংকায় সে সম্প্রতি অস্বাভাবিক আচরণ করতে থাকে ও মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। বিষয়টি সে বাবা-মা ও স্বামী পক্ষকে জানিয়েছিল। তারা সবাই তাকে অভয় দিয়ে পরীক্ষায় অংশ নিতে পরামর্শ দেন। রোববার তার সমাজ বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। এদিন ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে যেয়ে আবার তার শয়ন কক্ষে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। এরপর তার কোন সাড়া শব্দ না পেয়ে সকালে সীমার ছোট ভাই সুকান্ত মন্ডল ঘরের জানালা দিয়ে ভিতরে তাকিয়ে বোনকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার স্বজনরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে সীমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।
মণিরামপুর থানার এএসআই জুবায়ের জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মণিরামপুরে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/