Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর বিয়ের তোড়জোড় চলছিলো। বরপক্ষসহ দাওয়াতি আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়ার জন্য রান্নার কাজও শেষ পর্যায়ে। খবর পেয়ে সোমবার (১ এপ্রিল) দুপুরে ওই বাড়িতে হানা দেন মণিরামপুরের ইউএনও আহসান উল্লাহ শরিফী। পরে তার হস্তক্ষেপে বন্ধ হয় বাল্য বিয়ে।
জানা যায়, একই উপজেলার সমসকাটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে শামিম হোসেনের সাথে ওই স্কুল ছাত্রীর বিয়ে ঠিক হয়। সোমবার ছিলো বিয়ের দিন। বাল্য বিয়ের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় রাহা কনে পরিবারকে বিয়ে না দেয়ার জন্য অনুরোধ করেন। এ সময় গ্রাম্য পুলিশও নিষেধ করেন। কিন্তু তাদের নিষেধ উপক্ষো করে বিয়ের তোড়জোড় চলে। পরে ইউএনও সেখানে হানা দিলে পরিবারের সদস্যরা তার বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে ইউএনও আহসান উল্লাহ শরিফীকে প্রতিশ্রুতি দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version