মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ‘সবাই মিলে গড়বো দেশ-দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরের দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাটি হাইস্কুলে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে এই সততা স্টোর উদ্বোধন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আর্থিক সহযোগিতায় এবং মণিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও স্থানীয় সততা সংঘের উদ্যোগে এ সততা স্টোরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী। দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উত্তম কুমার মন্ডলের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাং¯ৃ‹তিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কান্তি সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মকবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, হরিদাসকাটি ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক সুজয় মল্লিক, সাধারণ সম্পাদক হরসিত রায়, খানপুর ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও খুলনা বেতারের শিল্পী মো. শফি স¤্রাট, সুজন উপজেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা, নাট্য শিল্পী ধীরেন্দ্র নাথ ভঞ্জনসহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মণিরামপুরের দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাটি হাইস্কুলে সততা স্টোর উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/