নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার রাজগঞ্জের বেলতলা বাজারের একটি ওষুধের দোকান থেকে টাকা চুরির ঘটনায় অভিনব কায়দায় চোর সনাক্ত করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া ওষুধের দোকানের মালিক হাফিজুর রহমান জানান, গত ১৭ এপ্রিল সকালে বেলতলা বাজারস্থ ওষুধের দোকান খুলে পাশেই নাস্তা করতে যায়। নাস্তা শেষ করে এসে দেখি ক্যাশ ড্রয়ারে থাকা প্রায় ১০ হাজার টাকা নেই। এমতাবস্থায় দোকান থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে খবরটি তাৎক্ষণিক বাজারের সবাইকে জানানো হয়। তারপর থেকে বিভিন্ন কৌশলে শুরু হয় চোর সনাক্ত করার চেষ্টা। এক পর্যায় গত ২৫ এপ্রিল আমিসহ বাজারের আরো কয়েকজন ব্যবসায়ী মিলে চোর সনাক্তের জন্য কবিরাজের নিকট থেকে চাল পড়ে নিয়ে আসি। সেই পড়া চাল সেদিনেই বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে খাওয়ানো হলে চোর সনাক্ত হয় না। সেদিন পাশের চায়ের দোকানদার ফারুক দোকানে আসেনি। পরদিন ফারুক দোকানে আসলে পড়া চাল তাকে খাওয়ার জন্য দেওয়া হলে সে চালগুলো মুখের মধ্যেই রেখে চিবুতে থাকে, খেতে পারেনি। মুখের ভিতরের চালগুলো ফেলে দেয়। সে সময় ফারুখ নিজেই টাকাগুলো নেওয়ার কথা স্বীকার করে এবং টাকাগুলো ফেরত দিতে চাই। ওই বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মলয় কুমার মন্ডল, সেলুন দোকানদার রেজাউল ইসলাম, ফল ব্যবসায়ী অবেদ আলী, শহিদুল ইসলাম, জহির বিশ্বাসসহ আরো অনেকেই উল্লিখিত ঘটনা সত্য বলে এ প্রতিনিধিকে জানান।
বেলতলা বাজারে ওষুধের দোকানে চুরি, অভিনব কায়দায় চোর সনাক্ত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/