এম ওসমান, বেনাপোল: অজ্ঞান পার্টির কবলে পড়ে জ্ঞান হারানো জয়নাল আবেদিন (৫০) নামের ভারতগামী এক পাসপোর্টধারী যাত্রীকে সড়কে ফেলে রেখে যাওয়ার অভিযোগে সোহাগ পরিবহনের দুই স্টাফকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ঐ যাত্রীকে উদ্ধারকারী পথচারীদের অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সোহাগ পরিবহনের সুপার ভাইজার ইকরামুল হোসেন (৩৫) ও তার সহযোগি মশিউর রহমান (৪০)।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, অজ্ঞান পার্টির কবলে পড়া ব্যক্তি সোহাগ পরিবহনের যাত্রী। তাই পরিবহন কর্তৃপক্ষের উচিত ছিল তাকে বাস কাউন্টারে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু সেটা না করে সড়কের উপর ফেলে রেখে চলে যাওয়া অমানবিক কাজ। এতে যানবাহনের চাপায় ওই যাত্রী মারা যেতে পারতেন। উদ্ধারকারী স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অমানবিক কাজের জন্য সোহাগ পরিবহনের সুপার ভাইজারসহ দু’জনকে আটক করা হয়েছে। অজ্ঞান পার্টির সদস্যদের সাথে তাদের কোন যোগসূত্র আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
বেনাপোলে সোহাগ পরিবহনের দুই স্টাফ আটক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/