নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে ফসল কাটার ধুম পড়বে। কিন্তু ঘন ঘন কালবৈশাখী ঝড়ে শংকায় রয়েছে কৃষকরা।
বড়বিলা গ্রামের অলিয়ার রহমান জানান, তিনি এ বছর দুই বিঘা জমিতে ব্রি ২৮ জাতের বোরো ধান লাগিয়েছেন। এতে চারা ক্রয়, সেচ দেয়া, কীটনাশক ও শ্রমিক দিয়ে ১৭-১৮ হাজার টাকা খরচ হয়েছে। ধানের ফলনও খারাপ না। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে ফসল ঘরে তুলতে পারবো।
কৃষক হালিম সর্দার জানান, তিনি এবছর প্রায় ৫০ শতক জমিতে ধান লাগিয়েছেন। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে একটু ক্ষতি হলেও ৩০-৩২ মণ ধান পাবেন বলে আশা করছেন তিনি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ বছর উপজেলার কিছু এলাকা বাদে অধিকাংশ এলাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। পোকা মাকড়ের বালাই দমনে আগাম প্রস্তুতি নেওয়ায় ফসল খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এ বছর ১৯০২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জন হয়েছে ১৯০৩০ হেক্টর জমিতে।
পাটকেলঘাটায় বোরো ধানের বাম্পার ফলন, বৈরী আবহাওয়ায় শংকায় কৃষক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/