Site icon suprovatsatkhira.com

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে জব ফেয়ার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনাতে ২য় বারের মত দিনব্যাপী জব ফেয়ার ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক হেলাল হোসেন।
এ সময় তিনি বলেন, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, আর তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের এই দেশ। তিনি জব ফেয়ারের মত অনুষ্ঠান আয়োজন করে তরণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. নুরুন্নবি মোল্লা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ডীন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩০টির অধিক কোম্পানী চাকুরীর সুযোগ সুবিধা নিয়ে অংশগ্রহণ করে এবং খুলনাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার চাকুরী প্রার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক মাসুম মুরতাজা। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version