এপ্রিল ২৯, ২০১৯
ধান নিয়ে ধান্দাবাজি! খাদ্য দপ্তর ও মিলারদের কারসাজিতে ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় আগ্রহ হারাচ্ছে কৃষক
![]() মীর খায়রুল আলম, দেবহাটা: চলতি মৌসুমে ধান চাষীদের উৎপাদিত ফসল কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় মিল ও ধান ব্যাবসায়ীদের ধান্দাবাজিতে সর্বশান্ত হয়ে ধান চাষের আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। এতে একদিকে কৃষকরা সর্বশান্ত হয়ে জিম্মি হয়ে পড়ছেন মধ্যস্বত্বভোগীদের হাতে। আর টাকার জোরে কৃষকদের টুপি পড়িয়ে কোটিপতি হচ্ছেন ব্যবসায়ী ও অসাধু কর্মকর্তারা। 9,124,481 total views, 384 views today |
|
|
|