দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা তরুণলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) জেলা তরুণ লীগের সভাপতি শাহানুর ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক কাজী জিল্লুর রহমানের স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে শরিফুল ইসলামকে আহবায়ক করা হয়েছে। এছাড়া আবু রায়হান, জাহিদুল ইসলাম ও আলমগীর হোসেনকে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।