দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জনগণের সম্মেলন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এবং সুশীলনের সহযোগিতায় এলাকার সূচনাকারী দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ফুলি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএসএ ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মিশেল রিকস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরইডি লিমা হান্না ডারিং, ন্যাশনাল অফিসের সিএসপি ম্যানেজার চৌধুরী তাসফিকুর রহমান, এপি ম্যানেজার ফুলি সরকার, আশাশুনি এপিসি ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস, মুন্নী বেগম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়াম্যান সাইফুল ইসলাম প্রমুখ।