খায়রুল আলম সবুজ, খলিষখালী (পাটকেলঘাটা): পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়ন পরিষদের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এই ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মচারীরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, খলিষখালী ইউনিয়ন পরিষদের বর্তমান ভবন নির্মাণ করা হয় ১৯৬৯ সালে। বয়সের ভারে পরিষদের দ্বিতল ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের চারপাশে ফাটল ধরেছে। দেওয়ালের চারপাশে পলেস্তার খসে খসে পড়ছে। এছাড়া দ্বিতীয় তলার কিছু অংশে টিনের চাল রয়েছে, যা কয়েক দিন আগে ঝড়ে উড়ে গেছে। বর্ষা হলেই টিনের চাল দিয়ে পানি পড়ে। আর এ ভবনেই অত্যন্ত ঝুঁকি নিয়ে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ভবনটি যেকোন মুহূর্তে ধ্বসে পড়ে প্রাণহানির আশংকা করছেন সংশ্লিষ্টরা। কিন্তু সংস্কার বা নতুন ভবন তৈরীতে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
ইউপি সদস্য ওসমান শেখ জানান, বর্তমান ইউনিয়ন পরিষদের ভবনটি একবারে অযোগ্য। জায়গা অত্যন্ত স্বল্প হওয়ার কারণে ঠিকমত কাজ করা যায় না। ভবনটি আসলে অনেক পুরাতন হয়ে গেছে। আমরা পরিষদে বসে ঠিকভাবে জনগণের সেবা দিতে পারিনা। পরিষদের দুই তলায় বসলে আমাদের ভয় লাগে।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজফ্ফর রহামান জানান, এই পরিষদের ভবনটি অত্যন্ত ঝুকিপূর্ণ। প্রতিনিয়ত মেম্বার, চৌকিদার, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা দায়িত্বের খাতিরে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে সকাল সন্ধ্যা কাজ করে। সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ কয়েকবার এ ভবনে এসেছেন। তিনি নতুন ভবন করার ব্যাপারে সহযোগিতার কথা বলেছিলেন। বাস্তবে তার এখনো কোন ফল পাওয়া যায়নি।
তিনি ভবনটি সংস্কারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে খলিষখালী ইউনিয়ন পরিষদের কার্যক্রম
https://www.facebook.com/dailysuprovatsatkhira/