ডেস্ক রিপোর্ট: পহেলা বৈশাখ জেলাব্যাপী বাংলা নববর্ষ ১৪২৬ বরণে মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভোজ, গ্রামীণ খেলাধূলাসহ নানা কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী ও শিক্ষা প্রতিষ্ঠান।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
দেবহাটায় বর্ষবরণে নানা আয়োজন
দেবহাটায় নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৬ বর্ষবরণ করা হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবি বটতলায় শেষ হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, দেবহাটা থানার অফিসাার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জসিমউদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা প্রমুখ।
দেবহাটায় আওয়ামী লীগের বর্ষবরণ
দেবহাটার কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন করা হয়েছে।
রোববার কুলিয়া বাজার মার্কেট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান এড. গোলাম মোস্তফার অফিস চত্বরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান এড গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম রসুল, মজনুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম প্রমুখ।
ব্যতিক্রম আয়োজনে দেবহাটা ছাত্রলীগের বর্ষবরণ
দেবহাটা উপজেলা ছাত্রলীগের ব্যতিক্রম আয়োজনে বাংলা বর্ষবরণ পালন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সুমনের নেতৃত্বে সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ সরকারি কলেজের সামনে রাস্তায় স্পিড ব্রেকারে রং করার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ফয়জুল্লাহ, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ কল্লোল, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, কেবিএ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সখিপুর আলিম মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ।
সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ ঝাল পোড়া আর পান্তাভাতে
পুরান দিনের সব স্মৃতিকে পেছনে ফেলে নতুনের আবাহনে সাতক্ষীরা প্রেসক্লাব মেতে উঠেছিল পহেলা বৈশাখের নতুন সূর্যোদয়ে। দিনভর প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গের কলকাকলিতে নতুন এক মাত্রার সংযোজন ঘটেছিল এদিন।
প্রত্যূষে পান্তাভাতে আপ্যায়িত হন সুধিজন, সাংবাদিক ও তাদের পরিবার পরিজন। কৃষিজীবী বাঙালির চিরায়ত সংস্কৃতি পান্তাভাত ঝাল পোড়া, বেগুন ভর্তা, চিংড়ি আলু ভর্তা এবং পেঁয়াজ কাঁচা লংকাও উঠেছিল পাতে। সাথে ছিল নারকেল আর গুড়। নববর্ষ ১৪২৬ এর পহেলা বৈশাখের এই আবাহনে আনন্দ ফোয়ারায় একাকার হয়ে যায় সুধিজনরা। তারা একে অন্যকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। কোলাকুলি করে হৃদয়ের উষ্ণতা বিলিয়ে দেন। শিশু কিশোর যুব বৃদ্ধ সবাই যেনো বয়স ভেদেও একাকার হয়ে যান এদিন। নতুন পাঞ্জাবি পায়জামা নতুন পোশাক, আর নতুন শাড়ির আঁচলে বৈশাখের নতুনত্ব বারবার ভেসে ওঠে। ‘এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ^াসও বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো হে বৈশাখ— অগ্নি ¯œানে শুচি হোক ধরা’ রবীন্দ্রনাথের কালজয়ী গানের সুরে সুরে এভাবেই আবাহন হয় পহেলা বৈশাখের। সাথে সাথে একতারা হাতে বাউল শর্মার দরাজ কণ্ঠে ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’, ‘সুন্নত দিলে হয় মুসলমান , নারী জাতির হয় কি বিধান, বামন চিনি পৈতাতে, বামনি চিনি কেমনে’, ‘ মিলন হবে কতো দিনে, আমার মনেরও মানুষের সনে’ সহ লালন শাহজীর গানে গানে ভরে উঠেছিল বৈশাখী আয়োজন।
এর আগে সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী অভ্যাগত অতিথিদের স্বাগত জানিয়ে তাদের আপ্যায়িত করেন।
কলারোয়ায় উৎসবমূখর পরিবেশে পালিত হলো পহেলা বৈশাখ
কলারোয়ায় উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে বৈশাখের প্রথম দিন। বাঙালি সাজে বঙ্গাব্দ ১৪২৬-কে বরণ করে নিতে কলারোয়াবাসীর যেন কোন কমতি ছিল না।
দিনের শুরু থেকে কলারোয়া উপজেলা প্রশাসন ও পাবলিক ইনিস্টিটিউটের চোখ ধাঁধানো নানান আয়োজনে মুগ্ধ হয়েছে উপস্থিত হাজার হাজার দর্শনার্থীবৃন্দ।
রোববার (১৪ এপ্রিল) সকালে শুরু হয় বৈশাখকে স্বাগত জানিয়ে সঙ্গীত। পরে সকাল সাড়ে ৭টায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
এরপর বাঙালি চিরায়ত রূপকে ফুটিয়ে তুলতে কলারোয়া সরকারি স্কুলের ফুটবল মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নজরকাড়া ডিসপ্লেতে সবাই ফিরে যায় অতীত স্মৃতিতে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক.পা.ই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা। পরে সকাল পৌনে ১০টার দিকে পাবলিক ইনিস্টিটিউট চত্বরে গণপান্তাভাজে শরীক হন সকলে।
এছাড়া শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষদের অপরূপ সাজের পাশাপাশি গ্রামীণ বাঙালি ঐতিহ্যের ছবি সম্বলিত ফেস্টুন-প্লাকার্ড সবার নজর কাড়ে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ও সাবেক কলারোয়া উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুজ্জামান, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, অধ্যক্ষ আব্দুল বারিক, সাবেক ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, আবুল হোসেন, পাবলিক ইনিস্টিটিউটের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সমবায় অফিসার নওশের আলী, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন প্রমুখ।
জয়নগর প্রতিনিধি জানান, কলারোয়ার ধানদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পহেলা বৈশাখ উৎযাপন করা হয়েছে।
ধানদিয়া ইউনিয়ন ইনিস্টিটিউশনের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে ও বিকাশ চন্দ্র বৈদ্যর পরিচালনায় সকাল ৯ টায় স্কুল থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়।
র্যালিটি ধানদিয়া বাজার থেকে জয়নগর বাজার প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে স্কুলের সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জন্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়। এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়।
রিমঝিম পিওর ড্রিংকিং ওয়াটারের নববর্ষ উদযাপন
‘সুস্থ সবল জীবন চাই, রিমঝিম পানির বিকল্প নাই’ এই শ্লোগানে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে রিমঝিম পিওর ড্রিংকিং ওয়াটার প্রাঙ্গণে আলোচনা সভা সভায় মিলিত হয়। আলোচনা সভায় রিমঝিম পিওর ড্রিংকিং ওয়াটার এর সত্ত্বাধিকারী আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রিমঝিম পিওর ড্রিংকিং ওয়াটারের ডিরেক্টর আফজালুল করিম বিপু, ম্যানেজার মধূসুদন বিশ্বাস, কম্পিউটারম্যান মো. অলিদ, আরো উপস্থিত ছিলেন মো. আজিম, শহিদুল, রকি, কবির, সাফিন, আজিজ, রুবেল, কিসমত, শাহজান, আজিজুল, কাসেম, জয়নাল, বাপ্,ি ওলি, রায়হান, আসাদুল, রায়হান, মিজানুর, আনিছুর, মেরু, মেঘা, রতনা চৌধুরী, মুন্নী চৌধুরী, রুম্মন, জামসেদ প্রমুখ।
প্রধান অতিথি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী বলেন, এই অসাম্প্রদায়িক ও সর্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে বাঙালি জাতির গৌরবময় ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আমাদের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের গর্ব। এই গর্ব অক্ষুণœ রেখে নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৭১ সালে মাত্র নয় মাসে ৩০ লাখ বাঙালির প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।
কেশবপুরে বাংলা নববর্ষ উদযাপিত
কেশবপুরে বাংলা বর্ষরবণ উদযাপন করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের নের্তৃত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা, শিশু আনন্দমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক প্রমুখ।
মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা ১৪২৬ নতুন বছরকে বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ-১৪২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, পান্থা ও পিঠা উৎসব, খেলা-ধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মাননীয় মন্ত্রী’র সহধর্মিণী তন্দ্রা ভট্রাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী,ব্যবসায়ী,সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শ্যামনগরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
শ্যামনগরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরেরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার চত্বরের ছাতিম তালায় এস শেষ হয়। এসময় র্যালিতে জমিদার, প্রজা, জেলে ,বাওয়ালী, কামার-কুমার, তাঁতি, বেদেসহ বিভিন্ন ধরণের বাঙালীর সাজে নানা শ্রেণি পেশার মানুষের আগমনে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। র্যালি শেষে উপজেলা চত্বরে আগত সকলের মাঝে বারসিক এর পক্ষ থেকে খই এবং নকুলদানা বিতরণ করা হয়। এরপর র্যালিতে আসা মানুষ পান্তাভোজে যোগ দেয়। পান্তাভোজ পরবর্তী সময়ে পহেলা বৈশাখ নিয়ে শুরু হয় জারি গানের পালা। বৈশাখী গানের মাঝে মাঝে পিতা-মাতা-প্রবীণ প্রতিবন্ধীদের নিয়ে জারিগান পরিবেশন করেন দাউদ বয়াতী। এই গানের মাধ্যমে পহেলা বৈশাখে আসা দর্শনার্থীদের পিতামাতার প্রতি আরো দায়িত্ববোধ বেড়ে যায় বলে জানিয়েছেন অনেকে। এদিকে সিডিও ইয়ুথ টিমের যুবদের আয়োজনে উপজেলা সদরে বাদঘাটা, কাশিমাড়ি এভারগ্রীণ যুব সংঘের মাঠে এবং নীলডুমুর ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাড়িভাঙা, কলাগাছ বেয়ে ওঠা, কাচিটানা, বেলুন ফাটানো, বালিশ ছোড়া সহ নানাবিধ খেলাধুলা অনুষ্ঠিত হয়। খেলায় আগত মানুষের মাঝে উদ্দীপনা ছিলো লক্ষণীয়। খেলায় আগত প্রবীণরা দিনটিতে তাদের শৈশবকে দেখতে পেয়েছেন বলে অভিমত প্রকাশ করেছেন। কাশিমাড়ী এভারগ্রীণ যুব সংঘের মাঠে কলাগাছ বেয়ে উঠতে দেখা যায় এক বাক প্রতিবন্ধী যুবক দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। তার প্রতিভার কাছে হার মেনে যায় তার প্রতিবন্ধীকতা। এভারগ্রীণ যুব সংঘের মাঠে পহেলা বৈশাখ বিকালে প্রবীণ প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে সচেতনতামূলক জারি গান অনুষ্ঠিত হয়। কাশিমাড়ি ইউনিয়নের প্রবীণ ব্যাক্তি আক্তারুজ্জামান বলেন, আজকের এই কাচিটানা খেলা দেখে শৈশবের বিভিন্ন খেলার কথা মনে পড়ে গেল। তিনি আক্ষেপেরে সাথে বলেন, এখনকার ছেলে মেয়েরা আর খেলাধুলা করতে চাইনা। এরফলে স্বাস্থ্যগত ঝুঁকি সবসময় লেগেই থাকে। এখনকার সময়ে ছেলে মেয়েরা মোবাইল নির্ভর ভেলাধুলায় অভ্যস্থ ,যারফলে বিভিন্ন ধরনের খেলাধুলার বিলুপ্তি ঘটেছে। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষ্যে গাবুরায় শিক্ষা সেমিনর ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোবাবর (১৫ এপ্রিল) গাইন বাড়ী তথ্যানুসন্ধান কেন্দ্রের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি এম শফিউল আযম (লেনিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, গাবুরা এস সি এফের প্রতিনিধি মাস্টার ফরহাদ হোসেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ, সিডিও ইয়ুর্থ টিমের সদস্য সচিব জনাব আব্দুল আলীম, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক জি, এম ইমাম হোসেন, গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা নুরুজামান, পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা সেমিনার, রচনা, কবিতা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গাইন বাড়ী তথ্যানুসন্ধান কেন্দ্রের সভাপতি সালাউদ্দীন শোভন ও সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাওন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
শ্যামনগরের পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘে পহেলা বৈশাখ উদযাপন
শ্যামনগরের পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘে উদ্যোগে বারসিক ও সিডিও ইয়ুথ টিমের সহযোগিতায় বাঙালির প্রাচীন ঐতিহ্য ‘লাঠিখেলা’র সমন্বয়ে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শেভাযাত্রাটি ক্লাব চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও ক্লাবের মাঠে এসে শেষ হয়। এরপর পান্তা উৎসব এবং পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক ডা. মোস্তফা মাহমুদের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ সরদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হকমান গাজী, দৃষ্টিনন্দন দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব পিয়াদা, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল ইসলাম, সমাজসেবক আব্দুল হাকিম, জামিনুর রহমান, পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘ ও সিডিও কাশিমাড়ী ইউনিটের সভাপতি জিএম হুমায়ুন কবীর প্রমুখ। পরে এলাকাবাসীর অংশগ্রহণে গ্রামীণ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন সিডিও কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বর্ষ বরণ উৎসব
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও নানানমুখী কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (১৪ এপ্রিল) সকালে বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ শুরু হয়। পরে কলেজ ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পান্তা উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী, ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ সরদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হকমান গাজী, দৃষ্টিনন্দন দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী, আওয়ামীলীগ নেতা ডা. মোস্তফা মাহমুদ, আব্দুল ওহাব পিয়াদা, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল ইসলাম, সমাজসেবক আব্দুল হাকিম, জামিনুর রহমান, সিডিও কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজে বর্ষবরণ
পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে বাংলা বর্ষবরণ উদযাপন করা হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকালে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি সরদার নুরুল ইসলাম, অধ্যাপক আব্দুস সোবাহান, অধ্যাপক মুনিবুর রহমান, অধ্যাপক আনন্দ মোহন মন্ডল, অধ্যাপক মো. নাজমুল হক, প্রদর্শক আক্তারুজ্জামান, মফিজুর রহমান, অফিস সহকারী আনিছুর রহমান প্রমুখ।
পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা
পাটকেলঘাটায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা সাংষ্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজউল ইসলাম রেজা, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান, কিংকর রায়, উদয় কৃষ্ণ দাশ, সোহাগ হোসেন প্রমুখ।
খলিষখালী শৈব বালীকা মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা বর্ষবরণ উদযাপন
পাটকেলঘাটার খলিষখালী শৈব বালীকা মাধ্যমিক বিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলশোভাযাত্রা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী দে, বিদ্যালয়ের সভাপতি ও খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজফফর রহমান, দাতা সদস্য ভুক্তি বসু, শিক্ষক সহিদুল হক, সুনিল বাছাড়, নিল মনি গুহ, অমিও দাস প্রমুখ।
কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ
কালিগঞ্জে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে পালন করা হয়েছে পহেলা বৈশাখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ রোববার সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ৮টায় লোকসঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ প্রমুখ।
সকাল ৯টায় উপজেলা লেডিস ক্লাব চত্ত্বরে পান্তা উৎসব এবং ১১টায় উপজেলা পরিষদ পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় কাঁকশিয়ালী নদীতে আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নদীর দু’পাড়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মোট ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এরমধ্যে শ্যামনগরের নেছার মাঝির নৌকা প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কালিগঞ্জের সুমন মাঝি ও সোহেল মাঝির নৌকা।
পরবর্তীতে নৌকাবাইচ কমিটির আহ্বায়ক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম প্রমুখ।
প্রথম স্থান অর্জনকারী মাঝিকে একটি গরু এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকার মাঝিকে একটি করে ছাগল পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল নৌকাকে এক হাজার টাকা ও একটি করে কলস প্রদান করা হয়। এসময় উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ ও সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।
রাত ৮টায় উপজেলা পরিষদ চত্বরে ভারত ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
নারী ও পুরুষ লাঠিয়ালদের সমন্বয়ে গঠিত নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি লাঠিয়াল গ্রুপের মনোমুগ্ধকর লাঠি খেলা উপভোগ করেন হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক। খেলায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে ও ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের সঞ্চালনায় খেলায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল মনি, নির্বাচন কর্মকতা জমিরুল হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন প্রমুখ। লাঠিয়ালদের ক্রীড়ানৈপুন্যে সন্তুষ্ট হয়ে তাদের নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
পরে সন্ধ্যা ৬টা থেকে ক্লোজআপ ওয়ান এর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নববর্ষ উপলক্ষ্যে আয়োজন করা হয় ‘র্যাফেল ড্র’। এর প্রথম পুরস্কার ছিল স্কুটি মোটর সাইকেল।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদ্যাপন
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রোববার সকালে এ উপলক্ষ্যে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। পরে বিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পান্তা উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন রকম পিঠা পুলির মেলার আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সামিমা ইসমত আরা, উম্মে হাবিবা, সহকারি সিনিয়র শিক্ষক আবু সাঈদ, পহেলা বৈশাখ উদয়াপন কমিটির আহবায়ক সহকারি সিনিয়র শিক্ষক আনিছুর রহমান, আবুল খায়ের, সহকারি শিক্ষক মমতাজ হোসেন, মো. আলাউদ্দিন প্রমুখ। মেলার ১০টি ঘুরে ঘুরে দেখেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক আনিছুর রহমান।
গ্রামীণ ঐতিহ্যে ডিবি গার্লস হাইস্কুলে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা
গ্রাম বাংলার ঐতিহ্য প্রাচীন বাহন গরুরগাড়ি, পালকি, হালখাতার দোকান, কুলা, কলস, পাখা, লাঙল, জোয়াল, জাল-খারা, ঠুঙি, হুকাসহ নানা উপকরণের বর্ণিল সাজে সজ্জিত হয়ে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করেছে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুল।
শোভাযাত্রাটি স্থানীয় কয়েকটি গ্রাম ঘুরে বৈশাখী কোরাস গেয়ে ফিরে আসে স্কুলের আঙিনায়। বর্ষবরণের এ অনুষ্ঠানে হারানো দিনের পুরনো গানে মেতে ওঠে শিক্ষার্থীরা। মধ্যহ্নভোজে অংশ নেয় শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও ম্যানেজিং কমিটিসহ সুধীজন। স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় এ অনুষ্ঠানে অংশ নেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, সদর উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক স ম জালাল উদ্দিন, সাংবাদিক শাহাদৎ হোসেন বাবু, আরশাদ আলি, ডা. জিয়াউর রহমান, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক অরুন কুমার মন্ডল, ভানুবতী সরকার, গীতা রাণী সাহা, দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, নজিবুল ইসলাম, খালেদা খাতুন, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজরউদ্দিন সরদারসহ অনেকেই।