এপ্রিল ২৯, ২০১৯
ছাত্রী শ্লীলনতাহানির প্রমাণ মিললেও বহাল তবিয়তে শিক্ষক ইসমাইল
যশোর প্রতিনিধি: উপজেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ছাত্রীকে শ্লীলতাহানির প্রমাণ মিললেও সভাপতির ‘আস্থাভাজন’ হিসেবে বহাল তবিয়তে আছেন যশোরের চৌগাছার কাটগড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন। তবে দু’বছর আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে মন্ত্রাণায়য়ে চিঠি পাঠানো হলেও অদৃশ্যকারণে তার কিছুই হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন ২০১১ সালের ২ মে কাটগড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে যোগদানের পর পরই তার বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীর শ্লীলনতাহানীর অভিযোগ ওঠে। তখন স্কুল কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। পরে উপজেলা একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। যা পরে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে দু’বছর আগে অভিযোগ প্রমাণিত হলেও এখন মন্ত্রাণালয় থেকে কোন নির্দেশনা আসেনি। এই সুযোগে স্কুল কমিটির সভাপতি আমিনুর রহমান তার ‘আস্থাভাজন’ শিক্ষক ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন। 8,583,815 total views, 501 views today |
|
|
|