Site icon suprovatsatkhira.com

কেশবপুরে বখাটেদের চক্রান্ত থেকে রক্ষা পেতে শিক্ষকের সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বখাটেদের চক্রান্ত থেকে রক্ষা পেতে জগন্নাথ পাল নামে এক শিক্ষক সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে রাজনগর বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাদারডাঙ্গা গ্রামের মৃত কানাই লাল পালের ছেলে জগন্নাথ পাল এই সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের একজন ইংরেজি শিক্ষক ছিলেন। আমার অপর দু’ভাই দিপক কুমার পাল ও বিশ্বনাথ পালও শিক্ষক। কিন্তু একটি কুচক্রীমহল আমাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার ও আমার পরিবারের নামে বিভিন্ন প্রকার কুৎসা রটনা ও আজে বাজে মন্তব্য করে আসছে। যারা আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে। যা আমার ও আমার পরিবারের জন্য পারিবারিক ও সামাজিকভাবে সম্মানহানির কারণ। বর্তমানে তাদের উগ্রতা এতটাই বেড়েছে যে, আমি ও আমার পারিবারের সকলে ভয়ে রয়েছি। এছাড়া আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী। তার লেখাপড়ারও দারুণভাবে ক্ষতি হচ্ছে।
এ সময় তিনি পরিবার পরিজন নিয়ে যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version