কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলা শাখার একাংশের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা যুবলীগের আহবায়ক সালাহউদ্দীনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি তুহিনুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে ও সদস্য মীর মহিতুল আলম মহির সঞ্চালনায় আলোচনার ভিত্তিতে মোহাম্মদ সালাহউদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ জাকির হোসেনকে সাধারণ সম্পাদক মনোনিত করে আগামী তিন বছরের জন্য ৬১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।