কালিগঞ্জ প্রতিনিধি: ‘ঘরে ঘরে খামারি, গ্রামে গ্রামে হ্যাচারি’ স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে লেয়ার মুরগির খামার পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের নরহারকাটি গ্রামের লেয়ার মুরগি চাষী ইউপি সদস্য ফেরদাউস মোড়লের খামার পরিদর্শন করেন তারা।
এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফজলুল হক মনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, উপ-সহকারী প্রকৌশলী শামসুল আলম, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ করিব কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, মৌতলা ইউনিয়ন কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান প্রমুখ।