Site icon suprovatsatkhira.com

কবিতা: স্মৃতির খেয়া

স্মৃতিময় শৈশবে আর কি দেখা হবে
জীবনে কভূ একবার?
যাহা ছিলো রঙ্গিন স্বপনে বাঁধাহীন
বাসনা তাহা খুঁজিবার।
শত জিজ্ঞাসা মনে আসিতো আনমনে
মিলিত স্বপ্ন বরষণে,
মুক্ত পাখির মত উড়িতে আমি রত
ভাবনা নাহি ছিলো মনে।
যৌবন স্রোত- ধারা উন্মাদ সর্বহারা
পাহারা! কে দেবে তাহারে?
অন্তর ভরা বিষে সুখ আসিবে কিসে?
বিস্তৃত পূর্ণ সরোবরে।
স্নিগ্ধ শিশুর মন যেন পুষ্প কানন
শোভিত সরল প্রকৃতি,
অশ্রান্ত সুখ-রাশি সতত দ- নাশি
মিলন মোহে তার মতি।
পদ্মের শতদলে নীরবে শোভিছে জলে
একরাশ স্বপ্ন সে আঁকে,
শৈশব স্মৃতিখানি অমর রহিবে জানি
মোর এ জীবনের বাঁকে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version