স্বাধীনতা এসেছে সেই ১৭৯১ সালে,
বঙ্গবন্ধুর নেতৃত্বে…..
অক্লান্ত পরিশ্রমী বাঙালি অবিরল,
বাংলার ইতিহাসে ছাত্রনেতা মুজিব
অফুরন্ত অমর অবদান,
বাঙালির ছিলো নির্মম নির্যাতিত জীবন,
ডাক দিয়েছেন বঙ্গবন্ধু করেছেন আগমন,
স্বাধীন করতে বাংলা, জীবন
দিয়ে লড়ে গেছে জনগণ।।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে,
লাখো শহীদের এক সাগর রক্তের বিনিময়ে,
স্বাধীন হয়েছে মোদের বাংলা,
স্বীকৃতি পেয়েছে সোনার বাংলাদেশ।।
কিন্তু সত্যিই কি স্বাধীন বাঙালি?
ক্ষোভ রয়ে গেছে বাঙালির অন্তরে,
আর বদর, আল শামস আর রাজাকার দমন
করেও কি স্বাধীন হয়েছে বাংলাদেশ?
দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, খেয়ানতকারী,
আজও মুক্ত হস্তে ঘুরছে বাংলার বুকে,
চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি,
বসত করছে এই সমাজে,
ব্রিটিশদের হাত থেকে মুক্তি
পেয়েও কি মুক্ত বাংলা?
মুক্তি মিলেছে কি আজও বাঙালির?
https://www.facebook.com/dailysuprovatsatkhira/