আজ বলি কারে কথা উচ্চ স্বরে,
গেল দেশ রসাতলে।
সকল চোখ আপন মুদে,
চারিদিকে খার খার নির্বাক ভাব যার যার।
প্রতিবাদ হল নীরবে,
অশ্লীল প্রশংসা উচ্চস্বরে।
নিষ্ঠুর নির্বাক রক্তিম চোখে,
প্রজ্বলিত অগ্নি শিখায় মরছে সকল ধুকে।
আমার আমিতে অশ্রু ঝরে,
শীকল বেরীতে বন্দনা তব জ্ঞান দাও মোরে,
তাদের তরে যেথা আছে যারা অনাহারে,
আমার ভগ্নাংশ দিও তারে বিলিয়ে;
অকৃত্রিম ভালবাসায় ভরে উঠুক যতনে।
এসো আপন সুরে ,
গড়ে তুলে দেশটারে মহা মানবের মঠে।
বেজেছে বিজয় লাল সবুজের মাঝে,
অবাক চোখে বিশ্ববাসী তাকিয়ে;
মানুষের মহা-মানুষ আজও আছে এদেশে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/