অলস নূপুরধ্বনি শুনে কাটিয়েই দিতে পারি,
এমন বৃষ্টি উদাস ভরদুপুর।
তুমি ঘর উঠোনে আর কতো ছুটবে-
সংসারের অজুহাতে,
রক্তআলতা রাঙা পায়ে,
নূপুরজোড়াও বুঝি-
তোমারই মত উচ্ছ্বল, শব্দবহুল।
শব্দে গন্ধে তিলাঘুঘুজোড়া ডুবে থাক,
যেখানে ভরদুপুর থমকে দাঁড়ায়,
বাদলসখা মহানিমের ছায়ায়,
আমাদের মফঃস্বলে এসব দুপুরগুলো,
তোমার মেঘ কাজল মাখা চোখের মতই,
দুর্বোধ্য, তবুও মোহময়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/