বৈশাখ তুমি কমনে আছো? তুমি পুরুষ না মহিলা
নাকি উভয় লিঙ্গে বয়ে যাও সমান্তরাল বাঙালি বাংলাদেশির নতুন রূপ রস ছন্দে
এক অন্য রকম মলনি মলোয়।
তুমি আসলে কি তিস্তায় পানি থৈ থৈ করবে
কিম্বা বিদ্যুতের দাম ভোটের অধিকার
তুমি আসলে কিন্তু রাস্তায় টোল দিয়ে চলতে পারবো না
শিক্ষিত বেকার যুবক আমি
অবাধ গ্রেফতার বাণিজ্য আর দালালদের খপ্পরে পড়ে তুমি লজ্জা পেওনা।
বৈশাখ তুমি যদি নারী হও তোমার আঁচল ধরে যাবো রমনার বটমূলে
মেলার উৎসবে প্রণয় যদি হয়ে যায় তুমি হবে সবচেয়ে সুখী
ছিমছাম সংসার পাতাবো আমরা পূর্ব পুরুষের মতো ঘুরবো শহর থেকে শহরে
রঙ মেখে সঙ সেজে দেখাবো ভ্যারাইটি শো
নাগরদোলা ভানুমতির খলে ঢোল বাঁজবে তাকধুম।
আর যদি পুরুষ হও, ভাই বানাবো বন্ধু দেবো মায়ের ভালোবাসা সমানে সমান।
বৈশাখ চলো উভয় লিঙ্গ হয়ে যাই মানুষের কল্যাণে
প্রকৃতির মতো নদী আর পাহাড়ের মতো
বৈষম্য আর অত্যাচারের বিরুদ্ধে বিপরীত উচ্চারণ।