চেহারায় চাকচিক্য অনুদার মন
ভাবের আসরে বসে স্বভাবের বশে
নিজেকে বড় করার কৌশল খোঁজে সারাক্ষণ।
বেণী মাধবের পঞ্জিকা এক নিরিখে
অ্যানড্রয়েড মোবাইল ফোনে টিপে
সখ্যতার কৌশল করে স্বার্থের মোহে…
দেশ-বিদেশের সদাশিব মন ভিড়ে যায়
এক পাকের ছলে
নতুন স্বাধের রঙিন আসায়…
কৌশলবাজ বুদ্ধিতে কুটরাজ
স্বার্থ ও সম্মাননা লোভে বিভোর
কাঁঠালের কোষ খায় সেজে নটরাজ।
যারা পরের মঙ্গলে সর্বদা বিমূখ
নিজের স্বার্থে ব্যস্ত
এরা নয় জ্ঞানী-গুণী-ভাবুক।
বিদ্যান দুর্জন হয় যদি
সরলতার পথ না ছেড়ে
নিঃসঙ্গ ভালো তথাপি।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/