Site icon suprovatsatkhira.com

কবিতা: অন্বেষণ

অসীম গগণ-নীলে রহিনু নয়ন মেলে
তোমারই দরশনে মাতি,
পূণ্য তুমি, হে ভূ-স্বামী তোমারে ভাবিতে আমি
চরণে সপিঁনু সুখ-রতি।
মহাকাল ক্রোধানলে দগ্ধ কোন দাবানলে
সতত পুড়িয়া মহা তাপে,
প্রশান্তি পরশ বিনে রুগ্ন আমি দিনে দিনে
মায়া-মোহ জুড়িয়াছে পাপে।
কোন সুখ অন্বেষণে পাঠালে বসুধা পানে
চিরন্তন মজি কোন রসে?
ভাবিয়া ভাবিয়া মনে নাহি কোন সমাধানে
বঞ্চিত প্রবল সর্বনাশে।
দ্বারে দ্বারে খুঁজে ফিরি রূপ তার কি মাধুরী
অনন্ত সে করে আকর্ষণ,
তাহাতে মিশিতে মতি ছাড়িয়া এই প্রকৃতি
হৃদ-পদ্ম করি সমর্পণ ।
সহস্র যোজন পরে থাকি রূপের ঘরে
আমারে দিয়াছো পরবাসে,
নয়নের মৌণ ধারা হইয়াছে সর্বহারা
তোমাতে রহিবো আমি মিশে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version