সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী দিনে সেমিনার ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের সেমিনারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. সউদ বিন খায়রুল আনাম, ডা. সাইফুল ইসলাম, ডা. মনিরুল ইসলাম, ডা. আশিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি পুষ্টি সপ্তাহে অনুষ্ঠিত শ্রেষ্ঠ ষ্টল, চিত্রাঙ্কন, রন্ধন, কৃষকদের নিয়ে পুষ্টিকর খাবার বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।