এপ্রিল ৭, ২০১৯
অভিজ্ঞতা বিনিময়: স্কাউট জাম্বুরী থেকে ফিরে ফজলুল হক
মার্চের ৪ তারিখ বেলা ১২টার দিকে হঠাৎ অফিস থেকে ফোন, আমি তখন বারসিক সাতক্ষীরা অফিসে, মাসিক প্লান নিয়ে কথা বলছি সবাই। ফোন করে বলল, তোমাকে ৬ তারিখে গাজীপুর স্কাউট জাম্বুরীতে যেতে হবে। তোমার সাথে, তোমার পরিচিত একজনকে নিতে হবে। আমি শুধু শুনে গেলাম আর আচ্ছা, আচ্ছা করতে লাগলাম। আরো বলল, জাম্বুরীতে প্রায় ৭-৮ দিন থাকতে হবে সেইভাবে প্রস্তুতি নিয়ে যেও। আর শ্যামনগর থেকে মেলার জন্য কিছু জিনিসপত্র আছে সেগুলো তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে দাদা। ফোনটা কেটে যাওয়ার পর একটু ভয় ভয় করতে লাগলো, কি জানি না, কি হয়? যাই হোক, ঢাকা অফিসে জাহাঙ্গীর ভাইয়ের কাছে ফোন দিয়ে আরো বিস্তারিত জেনে নিলাম। তারপর আমার সাথে কাকে নেবো তা নিয়ে চিন্তা করতে লাগলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল স্কাউট জাম্বুরীতে যেতে হবে, আমি তো স্কাউটের ছাত্র ছিলাম না। ওখানে যেয়ে কি যে করতে হবে? তাই চিন্তা করলাম, আমার সাথে স্কাউটের ছাত্র এমন কাউকে নিতে হবে। হঠাৎ করে মুন্সিগঞ্জ কলেজে পড়ে মোস্তাফিজুর রনির কথা মনে পড়ে গেলো। তাৎক্ষণিক তাকে ফোন দিয়ে বিস্তারিত জানালাম, সে রাজি হলো। তারপর ৫ মার্চ শ্যামনগর অফিসে গেলাম মেলার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে। ৬ মার্চ সকালে রওনা দিলাম জাম্বুরীর উদ্দেশ্যে। রাত ৮টার দিকে ঢাকায় বারসিকের হেড অফিসে পৌঁছায়। 8,412,720 total views, 873 views today |
|
|
|