মার্চ ২৮, ২০১৯
যবিপ্রবিতে বারটানের ডায়েট বিষয়ক সেমিনারে বক্তারা: বিশ্বে না খেয়ে মরার চেয়ে খেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে
যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, বর্তমান বিশ্বে না খেয়ে মরার চেয়ে খেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। যে দেশ যত ধনী সেখানে তত বেশি মানুষ খেয়ে মারা যাচ্ছে। বাংলাদেশেও খেয়ে মানুষ মারা যাওয়ার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই বৃদ্ধির হারও অত্যন্ত উদ্বেগজনক। আরোগ্যমূলক ঔষুধের চেয়ে প্রতিরোধমূলক মেডিসিন সবচেয়ে ভালো। কারণ আমাদের উদ্দেশ্যে থাকে, আমার মধ্যে রোগ তৈরি হতে দেব না। আর সব প্রতিরোধমূলক ঔষুধই প্রকৃতির উপর নির্ভর করেই তৈরি হয়। ডায়েট বা খাবারের যদি একটি ভারসাম্য তৈরির মাধ্যমে খাওয়া যায়, তাহলে সেই খাবারটি শরীরের জন্য অত্যন্ত ভালো এবং সেটি হয় দাঁড়ায় শরীরের রোগ প্রতিরোধকারী প্রতিদিনকার ভ্যাকসিন। 8,590,549 total views, 7,235 views today |
|
|
|