নির্মম নিয়তি দ্বারে ডাকিয়াছে কে আমারে টানিয়াছে প্রবল আকর্ষণে, লেলিহান অগ্নিশিখা নিপাতিত বিভীষিকা উত্থিত আজি মহা বলিদানে। প্রখর আর্তনাদে স্বজন অঝরে কাঁদে অশ্রু স্রোতে ভাসিছে বক্ষখান, বিস্তৃত স্বপ্ন রাশি নিমিষে শূন্যে ভাসি নীরবে সে লইয়াছে প্রস্থান। অঙ্গার দেহখানি কে দিবে তাহা আনি জনমে নাহি পাবো আর ফিরে, নিশিত তাপ দাহে মিশিয়া সোনা দেহে অন্তিমে মিলিয়াছে চিরতরে। ঝরিছে অশ্রুবারি বিবর্ণ রূপ তারি কি করে ভুলিবো প্রিয় বদন? নির্মম নিয়তি ভারে ধ্বনিত করুণ সুরে তিক্ত আজি বঞ্চিত সে বাঁধন।
8,569,242 total views, 7,947 views today