Site icon suprovatsatkhira.com

হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ পুরাতন বাজারে ব্যাটারিচালিত ইঞ্জিনভ্যান চালকরা হাইওয়ে পুলিশের হয়রানির প্রতিবাদ জানিয়ে ৩ ঘন্টা সড়ক অবরোধ করেন। সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে নাভারণ হাইওয়ে পুলিশের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ভ্যান শ্রমিকরা।


শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে যশোর-বেনাপোল মহাসড়কে লাগাতার ব্যাটারিচালিত ইঞ্জিনভ্যান আটকের নামে নাভারণ হাইওয়ে পুলিশ ভ্যান জব্দ করে ৫শ টাকা করে নিয়ে কেস স্লিপ ধরিয়ে দিচ্ছে। কেস মিটিয়ে গাড়িটি ছাড়িয়ে আনার কয়েকদিন না যেতেই আবারো তাদের ভ্যান জব্দ করে কেস দেওয়া হচ্ছে। এভাবে একের পর এক ভ্যান শ্রমিকদের আর্থিক ও মানসিকভাবে হয়রানি করার কারণে এলাকার ভ্যান শ্রমিকরা একজোট হয়ে ব্যাটারি চালিত ইঞ্জিনভ্যান নিয়ে সড়কে নেমে পড়েন। এসময় তারা মহাসড়ক অবরোধ করেন।
অবশেষে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান ও তরিকুল ইসলাম মিলনের মধ্যস্থতায় সন্ধ্যা ৬টার দিকে জব্দকৃত ৫টি ব্যাটারিচালিত ইঞ্জিনভ্যান ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ভ্যান চালকদের আর অযথা হয়রানি না করার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version