মার্চ ৭, ২০১৯
সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ মার্চ বইমেলা উদ্বোধন: বই থেকেই মগজে চেতনার লড়াই শুরু হয়
ফাহাদ হোসেন: সৃজনশীল জ্ঞান প্রকাশনী সংস্থার সহ-সভাপতি খান মাহবুব বলেছেন, বই মানুষের ভেতর থেকে জাগিয়ে তোলে। বইয়ের মাধ্যমে আমরা নিজেদের সুচিন্তিত মতামত ব্যক্ত করতে পারি। বই থেকেই আমাদের মগজে চেতনার লড়াই শুরু হয়। বই মেলার মাধ্যমে এই লড়াই অব্যাহত রাখতে হবে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন আয়োজিত ১১ দিনব্যাপী ‘ঐতিহাসিক ৭ মার্চ’ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, রিদম পাবলিকেশনের প্রকাশক বকুল হোসেন প্রমুখ। এর আগে মেলা উদ্বোধন উপলক্ষ্যে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং জাতির পিতার জন্মমাস উপলক্ষ্যে জেলা প্রশাসন ১১ দিনব্যাপী এই বইমেলার আয়োজন করেছে। মেলায় বাংলা একাডেমি, সময় প্রকাশন, অনন্যা, অন্বেষা প্রকাশন, কাকলী প্রকাশনী, রিদম প্রকাশনা সংস্থা, পার্ল পাবলিকেশন্স, চারুলিপি প্রকাশন, তাম্রলিপি, বিশ্বসাহিত্য ভবন, ভাষাচিত্র, সন্দেশ, ইতি প্রকাশন, মুক্তচিন্তা, কথাপ্রকাশ, অ্যাডার্ন পাবলিকেশন, কথামেলা প্রকাশন, শিরিন পাবলিকেশন, ধ্রুবপদ, সাম্প্রতিক প্রকাশনী, রোদেলা প্রকাশনী, বিদ্যাপ্রকাশ, মূর্ধন্য, সাহিত্য বিকাশ, বিজ্ঞান একাডেমি, সংবেদ, সূচয়নী পাবলিশার্স, প্রজ্বলন প্রকাশ, ঝিঙেফুল, জাতীয় গ্রন্থ প্রকাশন, হাওলাদার প্রকাশনী, অয়ন প্রকাশন, জয়তী, আদর্শ, ন্যাশনাল পাবলিকেশন, জাগৃতি প্রকাশনী, সাঁকোবাড়ি প্রকাশন, নওরেজ কিতাবিস্তান, পাঞ্জেরী পাবলিকেশন লিমিটেড, পুথিনিলয়, অনার্য পাবলিকেশন লিমিটেড, কলি প্রকাশনী, অনিন্দ প্রকাশ, শব্দশৈলী, পাললিক সৌরভ, শোভা প্রকাশ, হাসি প্রকাশনী ও আকাশসহ রাজধানীর ৫৩টি প্রকাশনা সংস্থা ও সাতক্ষীরার ১৫টি প্রতিষ্ঠান মেলায় স্টল দিয়েছে। মেলায় এসে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র তানভীন রেজা জানায়, তার হুমায়ুন আহমেদের বই ও জাদুর বই পড়তে ভাল লাগে। এসব বই সচরাচার সাতক্ষীরায় পাওয়া যায় না। কিন্তু মেলায় পাওয়া যাচ্ছে। অনেকগুলো বই কিনবো। বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রতিটি স্টলে শতকরা ৩০ ভাগ ছাড়ে বই বিক্রি হচ্ছে। মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। 8,569,398 total views, 8,103 views today |
|
|
|