Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউএসএইড ও উইনোরক এর সহযোগিতায়, অগ্রগতি সংস্থার বাস্তবায়নে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে টেকসই উদ্যোগ প্রকল্পের (সাসটেইন) আওতায় বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা সিরাজুল ইসলামের সহযোগিতায় ও অগ্রগতি সংস্থার নিতাই চন্দ্র মন্ডলের সঞ্চালনায় বাল্য বিবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অগ্রগতির অসিথ ব্যানার্জি।
মতামত পেশ করেন নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্যাহ আল মামুন, শ্যামনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের অন্য সদস্য, কমিউনিটি ক্লিনিক সদস্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version