যশোর প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিনের বিচার দাবিতে যশোর এলজিইডি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে শহরের পালবাড়ি এলজিইডির ভবন কার্যালয়ের সামনের সড়কের পাশে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক নূরুল ইসলাম, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম সিদ্দিকী, সিনিয়র প্রকৌশলী মনসুর আলী, রবিউল ইসলাম, রাশেদুল হাসান, একে এম শহিদুল ইসলাম, অনিন্দ্য দেব সরকার, ইজাজুল আলম, মনিরুল হাসান ও উচ্চমান সহকারি আবুল কাশেম।
বক্তারা বলেন, গত ৬ মার্চ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে সরকারি কর্মচারী আইন ২০১৮ এর ৪১(১) ধারা উপেক্ষা করে বর্তমান সরকারের দেয়া বিধি-নিষেধ না মেনে উপজেলা প্রকৌশলী মহিউদ্দিনকে গ্রেফতার করেন। এ ঘটনায় আমাদের স্থানীয় সরকারের প্রকৌশলীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আর সারা দেশের ন্যায় যশোর জেলার এলজিইডির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রাস্তার পাশে দাঁড়িয়ে ইউএনও জসিমের বিচার দাবিতে মানববন্ধ করছি।
যশোর এলজিইডিতে মানববন্ধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/