Site icon suprovatsatkhira.com

যশোরে স্কুল ছাত্রী শিশু তৃষা হত্যাকারীকে আটকের দাবিতে সড়ক অবরোধ

যশোর প্রতিনিধি: যশোরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তৃষা হত্যাকারীকে দ্রুত আটকের দাবিতে সড়ক অবরোধ করেছে তার সহপাঠি ও এলাকাবাসী। মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে যশোর-ঝিনাহদহ মহাসড়কের ধর্মতলা এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টার দিকে তৃশার ময়না তদন্ত না হওয়ায় বিক্ষুদ্ধ এলাকাবাসী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেও বিক্ষোভ করে।
যশোর কোতয়ালি থানার পুলিশ সদস্য হাসপাতালে দায়িত্বপালনকারী রুহুল আমিন বলেছেন, শিশু তৃষার মরদেহ সুরতহাল রিপোর্ট করে মঙ্গলবার রাতেই হাসপাতালে দেয়া হয়েছে। ময়না তদন্তকারী ডাক্তার হাসপাতালে না থাকায় ময়না তদন্ত দেরি হচ্ছে।
ময়না তদন্তকারী ডা. সালেইন কবীর যশোর মেডিকেল কলেজে পরীক্ষায় দায়িত্বে থাকায় তিনি দেরিতে এসেছেন। তবে দুপুর ১টার দিকে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ।
মামলার তদন্তকারী অফিসার যশোর পুরাতন কসবার ইন্সপেক্টর শেহাবুর রহমান বলেছেন, নিহতের পিতা তরিকুল ইসলাম অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মামলা করেছেন। তবে এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version