Site icon suprovatsatkhira.com

যশোরে রঙের গোডাউন ও বিউটি পার্লারের জরিমানা

যশোর প্রতিনিধি: যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রং বাজারজাত কোম্পানি বার্জারকে পঞ্চাশ হাজার ও বিউটি পার্লারে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন জানান, ১১টার দিকে শহরের মুজিব কাস্টম অফিসের পাশে ‘স্কিন কেয়ার অ্যান্ড হোমিও সেন্টার’ নামে ওই বিউটি পার্লারটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার। বিউটি পার্লারটিকে সাইন বোর্ডে লেখা কাজগুলো করতে হলে ডাক্তার হতে হয়। কিন্তু পার্লারে কোনো চিকিৎসক নেই। সেখানে ব্যবহৃত পণ্যের মান ও উৎপাদনের তারিখ নেই। এছাড়া সেখানে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী পাওয়া গেছে।
তিনি আরও জানান, বেলা ১২টার দিকে শহরের মাইকপট্টি বাগমারা রোডে বার্জারের গোডাউনে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কওসার হামিদ। বসতবাড়ির নিচতলায় গোডাউনে বিপুল বিস্ফোরক পদার্থ আছে। এই পদার্থের কারণে যেকোনো সময় অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওলিদ বিন হাবিব, যশোর ফায়ার স্টেশনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version