যশোর অফিস: যশোরের মেডিসিন ব্যাংকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার যশোর সদর উপজেলার আরবপুর সুবরাত্রিই প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্প পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক লায়লা সামসাদ বানু।
প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মেডিসিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ গোলাম ফারুক, মেডিসিন ব্যাংকের সদস্য মুক্তিযোদ্ধা ডাঃ ইয়াকুব আলী মোল্লা, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
আর অংশ নেন মেডিসিন ব্যাংকের অর্থ সচিব জহুরুল আলম, সাহার খানম স্বর্ণা, দাতা সদস্য সাইদুজ্জামান বাবু, এসএমসির সভাপতি জিয়াউল হাসান হ্যাপী, শিক্ষিক ইসমত আরা, রেশমা ইয়াসমিন, শাপলা খাতুন, মেডিসিন ব্যাংকের সহকারী কর্মকর্তা আবু সাআদ শাওন, ইবনে সিনা ট্রাস্টের আসিফ নেওয়াজ, তরিকুল ইসলাম, মফিজুর রহমান, রায়হান আলী, সাইদুর রহমান সাঈদ।
ক্যাম্পে ৪শ’৫০ রোগীকে সেবা প্রদান করেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ইয়াকুব আলী মোল্লা, শিশু বিশেষজ্ঞ ডাক্তার পলাশ কুমার, গাইনি বিশেষজ্ঞ ফারহানা শবনম, দন্ত বিশেষজ্ঞ সুপ্রিয়া দাস। পরে বিনামূল্যে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।