Site icon suprovatsatkhira.com

মুন্ডা আদিবাসী মানবাধিকার ফোরামের সাথে মানবাধিকার সুরক্ষা ফোরামের যৌথসভা

রোববার বিকাল ৪টায় মুন্ডা আদিবাসী মানবাধিকার ফোরাম এর সাথে নিউজ নেটওয়ার্ক এর মানবাধিকার সুরক্ষা ফোরাম, সাতক্ষীরা জেলা শাখার সদস্যদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রগতির সাতক্ষীরাস্থ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক নিউজ নেটওয়ার্ক এর মানবাধিকার সুরক্ষা ফোরাম, সাতক্ষীরার সভাপতি অধ্যাপক আনিসুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব, সমকালের ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম. কামরুজ্জামান। প্রগতির প্রধান নির্বাহী ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রিলিফ ইন্টারন্যাশনাল সিনিয়র প্রোগ্রাম অফিসার দীপঙ্কর সাহা।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে রিলিফ ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত যৌথ এই সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মানবাধিার কর্মি এড. নাজমুন নাহার ঝুমুর, নিউজ নেটওয়ার্কের কোষাধ্যক্ষ নাজমুল আলম মুন্না, প্রেরণার স্বপ্না গোস্বামী, প্রগতির পাপিয়া আহম্মেদ, নিউজ নেটওয়ার্কের সদস্য মাওলানা সাকওয়াত হোসেন, নিউজ নেটওয়ার্কের সদস্য সাংবাদিক সুমন মুখ্যার্জী, মুন্ডা মানবাধিকার ফোরামের গোপাল মুন্ডা, রাম প্রসাদ মুন্ড, বিথিকা মুন্ডা, মনোতোষ মুন্ডা প্রমুখ।
সভায় আদিবাসী মুন্ডা নেতৃবৃন্দ বলেন, মুন্ডা আদিবাসীরা নানাভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে নিজস্ব ভূমি হতে আজ তারা পুরোপরিভাবে বিতাড়িত। এমনকি সরকার প্রদত্ত সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত। এহেন প্রেক্ষাপটে আদিবাসী মুন্ডাদের মানবাধিকার সুরক্ষা দলের সদস্যদের মানবাধিকার সমুন্নত রাখার কার্যক্রম স্বাভাবিক রাখতে নিউজ নেটওয়ার্ক এর মানবাধিকার সুরক্ষা কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version