যশোর প্রতিনিধি: একরাশ স্বপ্ন নিয়ে দুইটি গরু আর তিন ছাগল কিনে নিজের পায়ে দাঁডানোর পরিকল্পনা করেছিলেন আজগর আলী। কিন্তু এক মশার কয়েলে তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এখন দিশেহারা আজগার চোখে অন্ধকার দেখছেন।
ক্ষতিগ্রস্ত আজগর আলী যশোর সদর উপজেলার বড় শেখহাটি গ্রামের হাফেজ আলী বিশ্বাসের ছেলে।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি যশোর বিসিক থেকে দুই লাখ টাকা ঋণ নেন তিনি। সেই টাকা দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে বাড়িতে খামার গড়ে তোলেন। কিনে আনেন দুইটি গরু ও তিনটি ছাগল। কিন্তুবুধবার ভোরে মশার কয়েল থেকে আগুন ধরে তার সব গরু ও ছাগল পুড়ে মারা গেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ মশার উপদ্রব থেকে গরু ছাগল রক্ষা করতে আজগর আলী গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দেন। সেই মশার কয়েলের আগুন থেকেই গোয়াল ঘরে আগুন ধরে। এসময় স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও তার স্বপ্নের গরু ও ছাগলগুলোকে বাঁচানো যায়নি।
আজগর আলী বলেন, নিজের পায়ে দাঁড়াতে ঋণ নিয়ে বাড়িতে খামার করি। কিন্তু আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেলো। এখন আমি ঋণ পরিশোধ করবো কিভাবে?
মশার কয়েলে পুড়লো স্বপ্ন!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/