মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, বর্তমান উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, তরুণ আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দিন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রীতা রাণী পাড়ে, সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার ও উপজেলা যুব মহিলালীগের সভাপতি কাজী জলি আক্তার। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন তার মনোনয়নপত্র জমা দেননি এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা কামরুল হাসান বারী তার মনোনয়নপত্রটি জেলা রিটার্নিং অফিসার বরাবর জমা দিয়েছেন কিনা তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/