Site icon suprovatsatkhira.com

মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন আজ: মোট প্রার্থী ১০ জন, ভোটার ৩ লক্ষ ১৯ হাজার ৮৪ জন, ভোট কেন্দ্র ১২৬টি

আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর): মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন আজ। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নাজমা খানম নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাভলু মোটরসাইকেল প্রতীক এবং হাবিবুর রহমান খান আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে মিকাইল হোসেন চশমা প্রতীক, হাসেম আলী মাইক প্রতীক, সন্দীপ ঘোষ টিউবওয়েল প্রতীক এবং উত্তম চক্রবর্ত্তী বাচ্চু তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে রীতা রানী পাঁড়ে ফুটবল প্রতীক, কাজী জলি আক্তার কলস প্রতীক এবং আসমাতুন্নাহার হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ১৯ হাজার ৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৬ শ’ ৩৩ জন ও নারী ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৪ ’শ ৫১ জন। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটদান করতে পারে সেজন্য ১২৬টি ভোট কেন্দ্রের ৯০৪টি বুথ প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রে ১২৬জন প্রিজাইডিং অফিসার, ৯০৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৮’শ ০৮ জন পোলিং অফিসার ভোট গ্রহণে নিয়োজিত থাকবে।
এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র জানায়, প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকল্পে ১-২ জন পুলিশ সদস্য, ২জন অস্ত্রধারী আনসার সদস্য ও ১ জন গ্রাম পুলিশ নিয়োজিত করা হয়েছে। ৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয়টি ভ্রাম্যমাণ টিম টহলে থাকবে। এছাড়া ৪টি ভোট কেন্দ্রের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে। বিজিবি, র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা এসব নিরাপত্তার সাথে নিয়োজিত রয়েছেন।
এছাড়াও উপজেলার সীমান্তবর্তী এলকায় নিরাপত্তার সাথে জড়িত সদস্যদের নিয়ে বিশেষ সার্চ কমিটি গঠন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারেন সেজন্য গোটা উপজেলায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সহিদুর রহমান।
এদিকে, উপজেলা পরিষদের নির্বাচনে বিরোধী দলের কোন প্রার্থী অংশ না নেয়ায় নির্বাচনে অংশ গ্রহণকারী ১০ প্রার্থীর সকলেই আওয়ামী লীগ ঘরণার। সঙ্গত কারণে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারী কর্মী-সমর্থকরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে এলাকায় বিশেষভাবে সংগঠিত অবস্থায় রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version