মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিন ইটভাটা মালিককে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভাটাগুলোর চুলা আংশিক বিনষ্ট করা হয়।
যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা জানান, পৌর শহরের মধ্যে ও পৌর শহরের সীমানা সংলগ্ন এলাকায় এবং পরিবেশ আইন যথাযথভাবে না মেনে ভাটা নির্মাণ করায় মঙ্গলবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে মণিরামপুরের মেসার্স কিং ব্রিকস মালিককে ৪ লাখ টাকা, মেসার্স গোল্ড ব্রিকস ও মেসার্স গাজী ব্রিকস মালিককে ৫ লাখ টাকা করে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজির আহমেদ ও পুলিশের একটি দলসহ র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।