মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুরের বেগারীতলা নামক স্থানে সড়কের দু’ধারে বহুকাল ধরে বাঁশের ব্যবসা চলে আসছে। বাঁশ ব্যবসাস্থল হিসেবে স্থানটি বেশ পরিচিত। কিন্তুসড়কের দু’ধারে এমনভাবে বাঁশের স্তুপ করে রাখা হয় যে দু’দিক থেকে আসা দু’টি গাড়ি সাইড দেয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। যার ফলে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে কমিটির এক সদস্য বেগারীতলায় সড়কের উপর গড়ে ওঠা বাঁশ ব্যবসার বিষয়টি ও রাস্তার উপর যানবহন দাঁড়িয়ে বাঁশ বোঝাই করা এবং এখানে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি উত্থাপন করে বিষয়টি আমলে নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু অদ্যাবধি এ বিষয়ে প্রশাসনের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি।
এলাকাবাসী মহাসড়কের পাশ থেকে অবৈধ বাঁশ ব্যবসা বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/