মণিরামপুর (যশোর) প্রতিনিধি: পরিবর্তিত জলবায়ুতে ব্লাস্ট রোগ দমন ব্যবস্থাপনার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) বিকেলে মণিরামপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহযোগিতায় উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাস্তবায়িত এ কর্মশালা পরিচালনা করেন ব্রি-সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোজাম্মেল হক, উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রদীপ বিশ্বাস ও উপ-সহকারী কৃষি অফিসার চৈতন্য কুমার দাস।