Site icon suprovatsatkhira.com

বিধবার চিকিৎসা ভার নিল মণিরামপুর হাসপাতাল কর্তৃপক্ষ

আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর): মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর হস্তক্ষেপে অবশেষে চিকিৎসার নিশ্চয়তা পেলেন অসহায় হতদরিদ্র বিধবা রহিমা বেগম (৫৭)। তিনি উপজেলার মধুপুর গ্রামের মৃত মফিজুর রহমানের স্ত্রী।
সূত্র জানায়, বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিধবা রহিমা তার প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতে সাহায্যের জন্য ইউএনওর দপ্তরে যান। ইউএনও তার আরজি মনোযোগ সহকারে শুনে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকের কাছে রহিমা বেগমকে পাঠিয়ে দেন। হাসপাতালের কর্তব্যরত ডা. জেসমিন সুমাইয়া তার প্রেসক্রিপশন দেখে হাসপাতালে কোন ওষুধ নেই বলে তাকে ফেরত দেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোন চিকিৎসা সহায়তা না পেয়ে রহিমা বেগম পুনরায় ইউএনওর কাছে যান। এরপর ইউএনও তাকে তার গাড়িতে করে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন। এ সময় হাসপাতালের কর্তব্যরত ডা. জেসমিন সুমাইয়ার সাথে কথা বলে ওই অসহায় হতদরিদ্র রহিমার চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের তহবিল থেকে ওষুধ ক্রয়ের ব্যবস্থাসহ তাকে হাসপাতালের ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা করে দেন। এ সময় হাসপাতালে উপস্থিত অনেকেই ইউএনও আহসান উল্লাহ শরিফীর এমন মানবিক উদ্যোগের জন্য সাধুবাদ জানান।
সম্প্রতি ওই বিধবা হার্টের সমস্যাসহ নানান জটিল ব্যাধিতে ভুগছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version