মণিরামপুর (যশোর) প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বিশ্বের নির্যাতিত-নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের পক্ষে সোচ্চার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আজীবন বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। শনিবার (৯ মার্চ) মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে ও সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি.এম রবিউল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব নাসির উদ্দীন, যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রীর সহধর্মিনী তন্দ্রা ভট্টাচার্য্য, আওয়ামী লীগ নেতা জিএম মজিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
এ অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মণিরামপুর উপজেলা প্যারেড গ্রাউন্ডে স্থানীয় ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতা কাপ আন্তঃইউনিয়ন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এরপর মণিরামপুর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মুদাররেসিন উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়াও উপজেলার কাসিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় কালারহাট স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন আ’লীগের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। এ সব অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির মুক্তি সংগ্রাম করে গেছেন: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
https://www.facebook.com/dailysuprovatsatkhira/