Site icon suprovatsatkhira.com

ফলোআপ: মণিরামপুরে ছেলের হাতে পিতা খুনের ঘটনায় মামলা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ছেলের হাতে পিতা খুনের ঘটনায় ছেলে আনোয়ার হোসেনকে একমাত্র আসামি করে শনিবার (২৩ মার্চ) হত্যা মামলা করা হয়েছে। নিহত তাজুল ইসলাম পাটোয়ারীর ছোট ভাই মাজু মিয়া মামলাটি করেছেন। মণিরামপুর থানার এসআই শেখ আব্দুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার (২২ মার্চ) বিকেলে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গালদা গ্রামের তাজুল ইসলাম পাটোয়ারী (৬২) নিজ বাড়িতে তার বিদেশ ফেরত ছেলে আনোয়ার হোসেনের শাবলের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে পারিবারিক কলহের জের হিসেবে ঘটনার দিন বিকেলে আনোয়ার উত্তেজিত হয়ে ঘর থেকে শাবল বের করে এনে পিতার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান বলে স্বজনরা জানান। খবর পেয়ে পুলিশ শুক্রবার সন্ধ্যায় লাশ থানায় নিয়ে যায়। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার সন্ধ্যার পর নিহতের স্ত্রী, দুই পুত্রবধূসহ চার জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সকলেই তাজুল ইসলাম হত্যাকান্ডের সাথে একমাত্র আনোয়ার হোসেনই জড়িত বলে জবানবন্দি দেয়ায় জিজ্ঞাসাবাদ শেষে চার জনকেই থানা থেকে মুক্ত করে দেয়া হয়। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পুলিশ শনিবার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করে। এদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে ঘাতক আনোয়ার হোসেন তার পিতাকে নৃশংসভাবে খুন করার পর থেকে এখনও পলাতক রয়েছে। পুলিশ তাকে এখনও আটক করতে পারেনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version